নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাজধানীতে ঈদ আনন্দ মিছিল।

আমারদেশ২৪ ডেস্ক:
সোমবার, ৩১ মার্চ, ২০২৫
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে সুলতানি মোঘল আমলের কায়দায় অনুষ্ঠিত হয়েছে ‘ঈদ আনন্দ মিছিল’। এতে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ।
আজ সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ মিছিল শুরু হয়। এটি আগারগাঁওয়ের প্রধান সড়ক ধরে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে।
সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা। বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এসময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দে মেতে ওঠেন।
এ ছাড়া মিছিলের শুরুতে ছিল ৫টি ঘোড়ার গাড়ি। মিছিলে থাকছে মোট ১৫টি ঘোড়ার গাড়ি।পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রথমবারের মত অনুষ্ঠিত এই ঈদের আনন্দ মিছিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। বিএনসিসির রোভার স্কাউটরাও সহায়তা প্রদান করেছেন।

আরও পড়ুন