আমারদেশ২৪ ডেস্ক:
শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
রাজধানীর শাহবাগে ফুলের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ শনিবার রাত ১০টার দিকে শাহবাগ ফুলের মার্কেটে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ফুলের মার্কেটে আগুন লেগেছে। প্রথমে তিনটি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ায় পরে আরো দুটি ইউনিট যোগ করা হয়েছে। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। দোকানিরা জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।