- ফ্রিজ থেকে বৈদ্যুতিকগোলযোগে রাজধানীর বনশ্রী আবাসিক এলাকায় একটি ভবনের তৃতীয় তলায়অগ্নিকাণ্ডের ঘটনা ঘট বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের তৃতীয় তলায় আটকেপড়া ৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
আজ শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে বনশ্রী আবাসিক এলাকার ব্লক-সি এর ৪ নম্বর রোডের ১৬ নম্বর ছয়তলা ভবনের ২য় তলায় আগুনের ঘটনা ঘটে। খরব পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, আগুনের সংবাদ পেয়ে ৯টায় খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ওই ভবনের দ্বিতীয় তলায় আটকে পড়া ৫ জনকে উদ্ধার করে। উদ্ধার করা সবাই সুস্থ আছেন। পরে রাত ৯ টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।
অগ্নিকাণ্ডের কারণ প্রসঙ্গে তিনি বলেন, ভবনের দ্বিতীয় তলায় ফ্রিজ থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডে দ্বিতীয় তলায় আনুমানিক ২লাখ টাকা মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের জিনিসপত্র উদ্ধার করা গেছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।