নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাজধানীর রামপুরায় বাসচাপায় কিশোর নিহত।

রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
রাজধানীর রামপুরায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় সাজিদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
গতকাল শনিবার  সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় দ্রুত সাজিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাজিদকে হাসপাতালে নিয়ে আসা মজিবর গাজী জানান, পূর্ব রামপুরা ডিআইটি রোডে ‘তিন কন্যা অটো সেন্টার’র মালিক তিনি।
সাজিদ তার অটো সেন্টারের কর্মচারী। সন্ধ্যায় সে দোকান থেকে বের হয়ে ডিআইটি রোডের ইসলামী ব্যাংকের সামনের রাস্তা পার হওয়ার সময় রমজান পরিবহন নামে একটি বাসের নিচে চাপা পড়েন। এ খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে সাজিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।  ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক সত্যতা নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন