নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

রাজস্থলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত।

নিজস্ব প্রতিবেদকঃ

বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর নাম চিনগ্ধী চাকমা (৫৫)। তিনি রাঙামাটির জুড়াছড়ির এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী সুরেশ চাকমাকেও গুরুতর আহত অবস্থায় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে রাজস্থলী থেকে আসা খুলনা মেট্রো-শ ১১-০৩৪৭ নম্বারের ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা চিনগ্ধী চাকমা ও সুরেশ চাকমা গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা হাসপাতালে নেওয়ার পথে ওই নারী যাত্রী মারা যান। অন্যদিকে আহত সিএনজি অটোরিকশা চালককে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান পাঠানো হয়েছে। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজীব জানান, হাসপাতালের আনার আগেই নারীর মৃত্যু হয়। তার স্বামীও গুরুতর আহত। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল আহমেদ জানান, ট্রাকটিসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

আরও পড়ুন