রাজারহাট উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান আবুনুরকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শুক্রবার বিকেলে তার নিজ বাড়ির সন্নিকট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক থাকাবস্থায় ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।
পুলিশ জানায়, গত বছর ৫ আগষ্টের পর থেকে গা ঢাকা দিয়ে থাকলেও গোপনে দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন আবুনুর। এছাড়া তিনি রাজারহাট বাজারে ২০১৩ সালে দোকান-ভাংচুর, অগ্নি-সংযোগ, লুটপাটের ঘটনায় সম্প্রতি থানায় দায়েরকৃত একটি মামলার ১ নম্বর আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এস আই বাবুলের নেতৃত্বে পুলিশ তাকে শুক্রবার দুপুরে গ্রেফতার করে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আক্তারুজ্জামান আবুনুরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, রাজারহাট থানায় ১টি মামলার ১নম্বর এজাহার ভূক্ত আসামী এবং পুলিশের বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।