নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রামপুরায় যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ৩।

নিউজ ডেস্কঃ
বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
রাজধানীর রামপুরায় যৌন হয়রানির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গতকাল বুধবার গভীর রাতে রামপুরা থানাধীন মেরাদিয়া, রমনা থানাধীন বেইলি রোড ও শ্যামপুর থানাধীন গেন্ডারিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন, সোয়েব রহমান জিশান (২৫), মো. রাইসুল ইসলাম (২১) ও মো. কাউসার হোসেন (২১)।

এর আগে বুধবার রাতে রামপুরা এলাকার যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এ ঘটনায় ঢাকা মহানগরীর রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) একটি মামলা দায়ের করা হয়। এরপর অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে মাঠে নামে র‌্যাব-৩ এর একটি দল।
র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বলেন, গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রামপুরা থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরও পড়ুন