নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রেড ক্রিসেন্টের উদ্যোগে ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ।

শনিবার ১৮ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম নগরীর রেড ক্রিসেন্টের বাস্তবায়নে নগরীর ৫শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। নগরীর চট্রগ্রামের বিভিন্ন ওয়ার্ডের সাধারন নিম্ন আয়ের বয়স্ক মানুষকে এসব কম্বল দেয়া হয়।

গতকাল শুক্রবার ১৭ই জানুয়ারি নগরীর লালদিঘীর পাড়স্থ সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন( চসিক) মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডাঃ শাহাদাত হোসেন। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলনা করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম. তামজীদ।

এসময় আরও উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদের সদস্য ডাঃ রাকিব উল্লাহ, ডাঃ সরোয়ার আলম নিজাম উল আলম খান,জিয়াউল হক,সিনিয়র যুব সদস্য মোঃ গালিব,চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের উপ যুব প্রধান ১ সুজিত রুদ্র,দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো রকিবুল ইসলাম ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

 

 

 

 

আরও পড়ুন