নিউজ ডেস্কঃ
সোমবার, ৩ মার্চ, ২০২৫
আল্লাহ তাআলা বলেন, ‘তোমারদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগেরকার মানুষদের ওপর ফরজ করা হয়েছিল। যেন তোমরা তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করতে পারো।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৩)
প্রাপ্তবয়স্ক, সুস্থ, মুকিম (স্থায়ী ঠিকানায় অবস্থানকারী), বিবেকসম্পন্ন নারী-পুরুষের ওপর রোজা রাখা ফরজ। রোজা রাখা যেমন ফরজ, তেমনি রোজার নিয়ত করাও ফরজ। নিয়ত ছাড়া দিনভর না খেয়ে থাকলেও রোজা হবে না। তাই সঠিক পন্থায় বিশুদ্ধভাবে নিয়ত করতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতিটি আমলের সওয়াব নিয়ত অনুযায়ী হয়।’ (সহিহ বুখারি, হাদিস : ১)
ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে। সূর্যাস্তের পর থেকে রোজার নিয়ত করা যায়। রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য হেলে যাওয়ার প্রায় এক ঘণ্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। (সহিহ বুখারি, হাদিস : ২০০৭)। প্রতিটি রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে। একবারের নিয়ত রমজান মাসের সব রোজার জন্য যথেষ্ট নয়।