নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রোজা উপলক্ষে ব্যবসায়ীদের যা বললেন হাসনাত আবদুল্লাহ।

নিউজ ডেক্স।
 বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। আসছে পবিত্র রমজান মাস। রোজার মাসকে সামনে রেখে ব্যবসায়ীদের উদ্দেশে বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।আজ বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুকে ভেরিফাইড পেজে বার্তা দিয়েছেন তিনি।
হাসনাত আবদুল্লাহ লেখেন, সামনে রোজা আসছে। জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখতে হবে। দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে হবে।
তিনি আরও লেখেন, ভ্যাটের জালে জনগণ ও ব্যাবসায়ীদের দুর্বল না করে দিয়ে বরং এর বিকল্প খুঁজে বের করতে হবে; এবং তা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে।
গতকাল  বুধবার ২২ জানুয়ারি সন্ধ্যায় নিজের
ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, এই দেশের অধিকাংশ মানুষ সহজ সরল জীবন যাপনে অভ্যস্ত। দেশটা কেমন আছে সেটাও তারা বোঝার চেষ্টা করেন সহজ হিসাব নিকাশের মধ্যেই। যখন চালের দাম বাড়ে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, বাবা-মা-সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে ব্যর্থ হয় মানুষ, তখন তারা ধরে নেয় দেশটা ভালো নেই।
তিনি আরও লেখেন, লুটপাটের অর্থনীতি জারি রেখে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে ফ্যাসিজমের দোসররা। রাষ্ট্রীয় প্রকল্পগুলো থেকে জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমাদের অর্থনীতিকে করেছে ভঙ্গুর। চাঁদাবাজির অত্যাচারে অতিষ্ট হয়ে অনেক তরুণ উদ্যোক্তা ব্যবসা করতে পারেনি। কিন্তু বিগত স্বৈরাচার আমাদের বলতে দিত না।

 

আরও পড়ুন