নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

রোহিতের পর এবার সামিকে নিয়ে মন্তব্য করলেন সেই কংগ্রেস নেত্রী।

আমারদেশ ২৪ ডেস্ক:
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় পেসার মুহাম্মদ সামিকে দিনের বেলাতে জুস খেতে দেখা গেছে। সারাবিশ্বের মুসলমানদের পবিত্র রমজান মাস চলছে এবং রোজা রাখা মুসলিমদের জন্য অবশ্যক।
রমজানের ফরজ রোজা না রাখায় ভারতীয় ক্রিকেটার সামিকে এরই মধ্যে ‘অপরাধী’ বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মৌলানা শাহাবুদ্দিন রিজভি বেরলভী।
মাওলানা রিজভির এ মন্তব্যের বিরুদ্ধে এবার সামির পক্ষে সরব হয়েছেন রোহিত শর্মাকে ‘মোটা’ বলে সমালোচিত হওয়া কংগ্রেসের কেন্দ্রীয় মুখপাত্র শামা মুহাম্মদ। শামা মুহাম্মদ এক সাক্ষাৎকারে বলেন, ‘কেউ ভ্রমণে থাকলে বা শারীরিক পরিশ্রমের কাজ করলে রোজা রাখা বাধ্যতামূলক নয়। ইসলাম এসব পরিস্থিতিতে ছাড় দেয়।’
তিনি বলেন, ‘ইসলামে রমজানের সময় খুব গুরুত্বপূর্ণ। তবে, একটি বিষয় হল- কেউ যদি বাইরে ঘুরে বেড়ায়, তাহলে তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। মহম্মদ সামিও নিজের বাড়িতে নেই। সেই সঙ্গে ক্রিকেট খেলতে প্রচুর শক্তি দরকার হয়, তৃষ্ণাও লাগে। ইসলাম কখনও বলে না যে খেলাধুলো করার সময় রোজা রাখতেই হবে। ইসলাম একটি বৈজ্ঞানিক ধর্ম। এখানে কর্মকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।’
সামিকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা খালিদ রশিদ ফারাঙ্গি মহলিও শামার সুরে বলেন, ‘আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন যে যদি কেউ ভ্রমণে থাকে বা অসুস্থ হয়, তাহলে তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। শামি ট্যুরে রয়েছে, ফলে তার রোজা না রাখার অনুমতি রয়েছে। তাকে প্রশ্ন করার অধিকার নেই কারও।’
শামা কিছুদিন আগেই ভারতের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে রোহিত খুব মোটা এবং ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণাহীন অধিনায়ক।’
তার এই মন্তব্যের পর ভারতজুড়ে ব্যাপক সমালোচনা হয় এবং কংগ্রেস দল তাকে পোস্ট মুছে ফেলার পরামর্শ দেয়। পরে শামা অবশ্য যুক্তি দিয়ে বলেন যে, তিনি কারও দেহসৌষ্ঠব নিয়ে কটাক্ষ করেননি, বরং খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সাধারণ পর্যবেক্ষণ করেছেন মাত্র।

 

আরও পড়ুন