নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

লটারিতে ৬৩ কোটি টাকা জিতলেন ২ বাংলাদেশি।

বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ২ বাংলাদেশি লটারিতে মোট ১ লাখ ৯০ হাজার দিরহাম জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৩ কোটি টাকার সমান। সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকেট ড্র সিরিজ ২৭০ এর বিগ উইন প্রতিযোগিতায় এই জয় পান তারা।

বাংলাদেশি ওই দুইজন হলেন, সোহেল আহমেদ আলাউদ্দিন (৪০) ও সামিউল আলম আব্দুর রাজ্জাক।
সোহেল আহমেদ আলাউদ্দিন আমিরাতে ১৭ বছর ধরে আছেন এবং ফলের ব্যবসা পরিচালনা করছেন। গত আট বছর ধরে তিনি নিয়মিত লটারির টিকিট কিনে আসছেন।
এই জয় নিয়ে তিনি বলেন, ‘লটারিতে জয় অসাধারণ অভিজ্ঞতা। আমি এই অর্থ দিয়ে একটি ব্যবসা খোলার পরিকল্পনা করছি, যা আমার বহুদিনের স্বপ্ন। আমি লটারি কেনা অব্যাহত রাখব।’
অন্যদিকে, সামিউল আলম গত ৫ বছর ধরে দুবাইয়ে আছেন। তিনি জানান, একটি ৩০ জনের গ্রুপের অংশ হয়ে লটারির টিকিট কিনতেন। লটারিতে পাওয়া ৯০ হাজার দিরহাম গ্রুপের সবার মধ্যে ভাগ করে দেয়ার পরিকল্পনা করছেন।
সামিউল বলেন, ‘লটারি জিতে আমি খুব খুশি। সবার সঙ্গে অর্থ ভাগাভাগি করব, কারণ আমরা একসঙ্গে এ পথ পাড়ি দিয়েছি।

আরও পড়ুন