নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

লন্ডন গেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

| বুধবার , ৮ জানুয়ারি, ২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ছেড়েছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। কাতারের দোহায় বিরতির পর স্থানীয় সময় আজ সকালে এটির লন্ডনে পৌঁছানোর সূচি রয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টারমাক থেকে উড়োজাহাজটি রানওয়ের দিকে এগোতে থাকে। এর কয়েক মিনিটের মধ্যে উড়াল দেয় এটি।

চেয়ার পার্সোন খালেদা জিয়ার সফরসঙ্গী তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডামকে নিয়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করেছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ম্যাডামের জন্য দোয়া চাই।

এর আগে রাত পৌনে ১১টার দিকে ৮ নম্বর গেট দিয়ে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করে বেগম জিয়ার গাড়ি। কিছু আনুষ্ঠানিকতা শেষে তিনি ১১টা ১০ মিনিটে কাতারের আমিরের পাঠনো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে উঠেন। পথে পথে হাজারো নেতাকর্মীর বিদায়ী শুভেচ্ছার মধ্যে তার গাড়িবহর বিমানবন্দরের দিকে এগিয়ে যায়। গুলশানে তার বাসা ফিরোজা থেকে বিমানবন্দরের পথটুকু যেতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। খবর বিডিনিউজের।

রাত ৮টা ১৬ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হওয়ার পর গুলশান অ্যাভিনিউ, গুলশান–২, বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, কাকলী দিয়ে বিমানবন্দর সড়কে উঠতেই পেরিয়ে যায় এক ঘণ্টার মতো। এসব সড়কে হাজার হাজার নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে দুই পাশে জড়ো হন। সড়কজুড়ে যানজট তৈরি হওয়ায় তার গাড়িবহর চলে ধীর গতিতে। যে কারণে নির্ধারিত সময় রাত ১০টায় তার ফ্লাইট রওনা হতে পারেনি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের এ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন কাতারের আমির, যা সোমবার রাত সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ ছিলেন। বিএনপি চেয়ারপারসনের গাড়ি ৮ নম্বর গেট দিয়ে সরাসরি ভিআইপি টারমাকে এয়ার অ্যাম্বুলেন্সের সামনে পৌঁছে। সেখানে মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে দলীয় প্রধানকে বিদায় জানান।

 

 

 

আরও পড়ুন