আমারদেশ২৪ ডেস্কঃ
শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
ঈদের আগে রাজধানী ঢাকাসহ সারা দেশের সামগ্রীক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বিগ্ন ছিলেন সবাই। ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষরা উদ্বিগ্ন ছিলেন তাদের খালি ঘরবাড়ির নিরাপত্তা নিয়ে। ঘরে ফেরা মানুষরা উৎকণ্ঠায় ছিলেন সড়কপথে ডাকাতি নিয়ে। পাশাপাশি ফাঁকা ঢাকায় চলাফেরা করতে ছিনতাই আতঙ্কে ভুগছিলেন নগরবাসী।
তবে ঈদের ছুটিতে এখন পর্যন্ত রাজধানীতে খুন, ছিনতাই কিংবা ডাকাতির কোনো সংবাদ পাওয়া যায়নি। মহাসড়কেও ঘটেনি কোনো ডাকাতির ঘটনা। চট্টগ্রাম ছাড়া দেশের অন্য কোথাও বড় ধরনের কোনো দুর্বৃত্তপনার খবর পাওয়া যায়নি। আতঙ্কজনক কোনো ঘটনা না ঘটায় স্বস্তির নিশ্বাস ফেলছেন সবাই।
তবে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, আত্মতৃপ্তি নয় বরং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে তারা কাজ করে যাচ্ছেন। পুলিশের সর্বোচ্চ মহল থেকে মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণের ফলাফলই পাচ্ছেন সবাই। তবে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা এ সাফল্যকে কিছুটা হলেও মøান করে দিয়েছে।
ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা রোধে সংঘটিত দুর্ঘটনাগুলোর কারণ উদঘাটনে কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা। আর অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধের লাগাম টেনে ধরতে প্রয়োজন সামাজিক-নাগরিক সচেতনতা, পুলিশের পেশাদারিত্ব, সেই সঙ্গে প্রযুক্তির সংমিশ্রণ। এবার এসবকিছুর সংমিশ্রণটা ছিল যথাযথ।