নিউজ ডেক্স।
মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
কিংবদন্তি নায়িকা শবনম। তার সঙ্গে একান্তে আড্ডা দিলেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। সম্প্রতি শবনমের বাসায় উপস্থিত হন পূর্ণিমা। গল্প-আড্ডায় মেতে ওঠেন তারা দুজন। পূর্ণিমাও মুগ্ধ হয়ে শবনমের কাছে তার সিনেমা জীবন, ব্যক্তিগত জীবনের বিভিন্ন সাফল্যের গল্প, অর্জনের গল্প শুনছিলেন। আবেগঘন মুহূর্তের গল্প, আড্ডার প্রায় তিন ঘণ্টা কেটে যায়। আড্ডার সূত্রধর ছিলেন সাংবাদিক অভি মইনুদ্দীন।
পূর্ণিমাকে পেয়ে শবনম বলেন, ‘পূর্ণিমার মিষ্টি হাসি, তার বিনয় আমাকে মুগ্ধ করেছে। অবশ্যই তার অভিনয়ও আমার ভালো লাগে। হঠাৎ করেই আমার বাসায় তার উপস্থিতি আমাকে সত্যিই ভীষণ বিস্মিত করেছে। খুব ভালো লেগেছে পূর্ণিমার সঙ্গে গল্প করে, সময় কাটিয়ে।’
পূর্ণিমা বলেন, ‘এটি আমার একটা অপূর্ণতা। আমি শবনম ম্যাডামের সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে পারিনি। তিনি যখন আমার অভিনয়ের প্রশংসা করেন, এটি জীবনের অনেক বড় প্রাপ্তি।’
শবনমকে ১৯৯৯ সালের কাজী হায়াত পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল।