নিজস্ব প্রতিবেদকঃ
শনিবার, ১ মার্চ, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যসহ আহত যোদ্ধাদের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও।
এ অনুষ্ঠানে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন দুঃখপ্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন। যার মাধ্যমে শহীদ আবু সাঈদের পরিবারকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে ‘অবহেলা’ করা হয়েছে এমন অভিযোগের ইঙ্গিত দিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন তার ফেসবুক আইডিতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের একটি ছবিসহ লেখাটি পোস্ট করেন।
ফেসবুকে দেওয়া পোস্টটিতে আবু হোসেন লিখেছেন, ‘মনে অনেক দুঃখ-ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। সকল শহীদদের প্রতি সম্মান রেখে বলছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি। তাদের কারও সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কাউকে খোঁজখবর নেয়নি অথচ অন্যান্য শহীদ ফ্যামিলিদের নিয়ে টানাটানি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন প্রথম শহীদ আবু সাঈদ।
যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলনে গণঅভ্যুত্থানে রূপ নেয়। তৈরি হয় নতুন বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়জন সমন্বয়ক শহীদ আবু সাঈদের ফ্যামিলির খোঁজ নিয়েছে। অথচ অনেক সাধারণ মানুষ এবং অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আমাদের খোঁজ নিয়েছে। এখনো এই অবস্থা ভবিষ্যৎতের কথা বাদ দিলাম। যাইহোক নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি।’
এদিকে আবু হোসেনের এই পোস্টটিতে বিভিন্নজন নানা মন্তব্য করেছেন। রায়হান আহমেদ রিওন নামে একজন মন্তব্যে লিখেছেন, ‘যার শাহাদাতে এই আন্দোলন গণঅভ্যুত্থানে রুপ নিয়েছে, যার ওছিলায় নতুন বাংলাদেশ, তার পরিবারকে এতো তাড়াতাড়ি ভুলে যাওয়া কোনোভাবেই কাম্য নয়, আমরা মেধাবী সন্তানকে হারিয়েছি। এটার মর্ম তারা কি করে বুঝবে।’
রুহুল আমিন নামে আরেকজন লিখেছেন, ‘প্রথম থেকে ওনাদের কাছে আমরা এমনভাবে উপস্থাপিত হয়েছি যে শহীদ আবু সাঈদের পরিবারে কেউ যোগ্য লোক নেই। আর যারাও আছে তারাও তাদের কাছে করুণার পাত্র হিসেবে আছে। অথচ এই বিপ্লবে শহীদ আবু সাঈদসহ পরিবারের অন্যান্য সদস্যরা এবং খুব কাছের লোকগুলো অংশগ্রহণ করেছিল।
কিন্তু আমরা আমাদের অধিকারগুলো আদায় করে নিতে পারিনি। আমাদের উপযুক্ত মানুষগুলোকে উপযুক্ত জায়গায় বসাতে পারেনি।’আবু হোসাইন নামে আরেকজন লিখেছেন, ‘সব সময় অতিরিক্ত আশা ভালো না ভাই। যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকেন।