নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ।

শুক্রবার২৪ জানুয়ারি ২০২৫

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দশম গ্রেডের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জড়ো হয়েছেন।

আজ শুক্রবার  সকাল ১০টার দিকে শহীদ মিনারে এ সমাবেশ শুরু হয়। ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জড়ো হতে থাকেন।

সমাবেশে শিক্ষকদের- ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০ গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে দেখা যায়।

তারা বলেন, ১৩তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেনীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যাদা করার সামিল।শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে।

 

 

আরও পড়ুন