জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ৮৫৮ জন এবং আহত ১১,৫৫১ জনের প্রথম ধাপের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শনিবার তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘যদি তালিকায় কোনো নাম যোগ বা বাদ দেয়ার প্রয়োজন হয়, তবে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ই-মেইলে (muspecialcell36@gmail.com) তা জানাতে অনুরোধ করা হচ্ছে।’
এর আগে ২৪ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ করে। এই তালিকায় ৭০৮ জন শহীদের নাম ছিল। তালিকা হালনাগাদ করার কাজ এখনও চলছে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র আন্দোলনে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় কোনো সংশোধন বা নতুন তথ্য যোগ করার জন্য ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।’
এছাড়া, শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিদের তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই, সংশোধন এবং পূর্ণাঙ্গ করতে অনুরোধ করা হয়েছে। যারা নতুন তথ্য যোগ করতে চান, তারা সংশ্লিষ্ট হাসপাতাল বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে পারেন।
যদি কোনো শহীদের নাম তালিকায় না থাকে, তবে তাদের পরিবারের সদস্যরা উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিভিল সার্জন বা উপজেলা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।