সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
রাকেশ রোশনের পরিচালনায় সুপারহিট সিনেমা ‘করন অর্জুন’। এই সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সালমান খান। শুটিংয়ের সময়ে এ তারকাদের আচরণে অতিষ্ঠ হয়েছিলেন রাকেশ। সম্প্রতি মুক্তি পেয়েছে তথ্যচিত্র সিরিজ ‘দ্য রোশনস’। সেখানে পরিচালক বলেন, ‘সব ছবিতেই আমি নিশ্চিন্তে কাজ করেছি। শুধু ‘কারান অর্জুন’ ছবিতে প্রথম থেকেই সমস্যা লেগে থাকত।
একেক দিন ভাবতাম, কেন এসব ঘটছে, তবু মেনে নিতাম।’ তার কথায়, ‘প্রতিদিন সকালে প্রার্থনা করতাম, আমি যেন মেজাজ না হারিয়ে ফেলি। এই ছেলে দুটো (শাহরুখ-সালমন) অপরিণত। ওরা যেমন আচরণ করছে করুক। আমার যেন মাথা গরম না হয়। আমার কাজটা যেন সম্পূর্ণ হয়।
নির্দিষ্ট দিনের মধ্যেই সেই ছবির কাজ শেষ করেছিলাম।’ ছবির গল্প নিয়ে কোনো আগ্রহই ছিল না সালমান ও শাহরুখের। পরিচালকের ভাষ্য, ‘ওদের কোনো আগ্রহই ছিল না। মনে আছে, একদিন একটা দৃশ্যের শুটিংয়ের সব কিছু প্রস্তুত হয়ে গিয়েছে। কিন্তু তাদের দেখা নেই। একেবারে শেষ মুহূর্তে তারা এসেছে এবং তাড়াহুড়ো করে শুটিং করল।’ অবশ্য এই তথ্যচিত্রে শাহরুখ নিজেই স্বীকার করেছেন, তিনি সেই সময় দুর্ব্যবহার করতেন। সেই জন্য নাকি রাকেশ রোশনের স্ত্রীর কাছে বকা খেয়েছিলেন শাহরুখ ও সালমান।