নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

শৃঙ্খলা ফেরানো মূল লক্ষ্য বিএনপি।

নিউজ ডেস্কঃ

সাত বছর পর এমন এক সময়ে বিএনপির বর্ধিত সভা হচ্ছে যখন বিএনপির সামনে বহু চ্যালেঞ্জ। গত ৫ আগস্ট পটপরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগহীন মাঠে বিএনপির মূল প্রতিপক্ষ হয়ে উঠেছে জামায়াতে ইসলামী। চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচনের দিতে অনেকটা একাই লড়াই চালিয়ে যাচ্ছে বিএনপি। দলের শীর্ষনেতার অনুপস্থিতিতে মাঠে নেতাকর্মীরাও কিছুটা বেপোরোয়া হয়ে উঠেছেন। কঠিন সাংগঠনিক শাস্তি দেওয়ার পরও নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না তাদের। এমন পরিস্থিতিতে বিএনপির বর্ধিত সভার মূল লক্ষ্য নেতাকর্মীদের নিয়ন্ত্রণ ও সাংগঠনিক কর্মকাণ্ডকে নির্বাচনমুখী করে তোলা।

আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল এবং মাঠ প্রাঙ্গণে বিএনপির এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সভার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। বর্ধিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব সম্পাদক ও সদস্য, মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন। সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভা ডেকেছিলেন চেয়ারপারসন খালেদা জিয়া। এর তিন দিন পর ৮ ফেব্রুয়ারি তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান।

আরও পড়ুন