নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সংঘাতে উস্কানির অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার।

শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
হবিগঞ্জে গ্রাম্য সংঘাতে উস্কানি দেওয়ায় মিজানুর রহমান মিজান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।আজ শুক্রবার সকালে মাধবপুর উপজেলার শিবপুর এলাকা থেকে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মিজান দীর্ঘদিন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি ছিলেন। তিনি আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, শুক্রবার মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের শিবপুর ও মীরনগর মধ্যে জায়গা নিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়। পরে গ্রেফতার মিজানুর রহমান মিজান ঘটনাস্থলে গিয়ে লোকজনকে উস্কানি দিয়ে বড় ধরনের সংঘাত বাধানোর চেষ্টা করেন। এসময় তিনি গ্রামবাসীকে বলেন- ‘যত টাকা লাগবে তত টাকার জোগান তিনি দিবেন, তারপরও কাউকে ছাড় দেয়া হবে না।’ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানকে গ্রেফতার করে।
স্থানীয়রা আরও জানান, গ্রেফতার আওয়ামী লীগের এই নেতা সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলীর একান্ত লোক ছিলেন। সেই সুবাদে তিনি এলাকায় বিভিন্ন কাজে প্রভাব বিস্তারসহ দাপটের সাথে ঘুরে বেড়াতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার মিজানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে মিজান পলাতক ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতার মিজানুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন