নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সংবিধান কবর দেওয়ার কথায় কষ্ট লাগে : মির্জা আব্বাস।

বাহাত্তরে প্রণীত সংবিধান কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল রোববার দুপুরে নয়া পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, এই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য।

মির্জা আব্বাস বলেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং ফ্রন্ট লাইনে অংশগ্রহণ করেছি সামনা–সামনি। আমার সামনে বহু সহযোদ্ধা মারা গেছে। আমার বন্ধুবান্ধব, মোট মারা গেছে প্রায় তিন লক্ষ। শহীদের রক্তের ওপর দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয়, তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। আমরা তোমাদের সিনিয়র হিসেবে, তোমাদের অগ্রজ হিসেবে আমরা কষ্ট পাই যে, এটা কি করছে? এইভাবে কথা বলাটা ঠিক হলো? খবর বিডিনিউজের।

৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও ১৯৭২ সালের মুজিববাদী সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্র’ এর মাধ্যমে এটা করা হবে।

এ বিষয়ে মির্জা আব্বাস বলেন, যদি নতুন কোনো সংবিধান লিখতে হয় তাও তো লিখতে হবে আগের ওমুক সালের সংবিধান বাতিল করে এই সংবিধান জারি করা হলো। তিনি বলেন, আমি আগে একবার বলেছিলাম, একজন আমার ওপর খুব ক্ষিপ্ত হয়ে গেছে, যিনি আমার এক ছোট ভাই, আমার খুব প্রিয়, বাইরে থেকে দেশ পরিচালনা করার চেষ্টা করছেন, ছাত্রদের পরিচালনা করার চেষ্টা করছেন। আমি বলেছিলাম যে, সংবিধান একটা রাফ খাতা নয় যে ছুড়ে ফেলে দিলাম।

তিনি বলেন, আমি বলব, আমাদের সন্তানদের কাছে, যারা এই ঘোষণা দিয়েছে (সংবিধানের কবর দেওয়া হবে), বৈষ্যমবিরোধী ছাত্রদের কাছে অনুরোধ জানাব, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলো এই, এ ধরনের কথাগুলো ফ্যাসিবাদের মুখ দিয়ে আসে। কবর দিয়ে দেব, মেরে তোমাদের দিকে। তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না।

আব্বাস বলেন, আমি ৭২ সালের সংবিধানের সমর্থক নই, আমি একাত্তর সালের সংবিধানের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই এই সংবিধান। যদি মুক্তিযুদ্ধটা একাত্তরের আগেই অর্থাৎ একাত্তরের প্রথম দিকে শেষ হয়ে যেত তাহলে ৭১ সালের সংবিধান বলা হতো।

একাত্তর সালে যুদ্ধ কি অন্যায় : মির্জা আব্বাস বলেন, কিছু লোক বাইরে থেকে সরকার গঠন করে ফেলেছে। তারা আবার বলেও, আমাদের সাথে এদেশের কথাবার্তা হয় এবং তাদের কথাবার্তার যে ধাঁচ, আজকে আমাদের ছাত্রদের কথাবার্তার যে ধাঁচ, একরকম

 

 

আরও পড়ুন