নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সচিবালয়ের সামনে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত।

নিজস্ব প্রতিবেদক। ০৮ জানুয়ারি ২৫

বাংলাদেশ সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনির্ভাসিটির শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৭ জানুয়ারি) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আজ বুধবার এই কমিটি গঠন করা হয়েছে বলে  জানিয়েছেন ডিএমপির মুখপাত্র  তালেবুর রহমান। তিনি জানান, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক অফিস আদেশে এই কমিটি গঠন করেছেন।

তিনি বলেন, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনকে প্রধান করে গঠিত এ কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণ করবে। বিস্তারিত প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দাখিল করবে। কমিটি প্রয়োজন মনে করলে যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি পুরো ঘটনার বিশ্লেষণ এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। গতকাল ঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটার মধ্যে প্রায় ৪০০-৫০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের সদস্যদের অপসারণের দাবিতে প্রেসক্লাবের সামনে জমায়েত হন। এরপর তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষা ভবনের সামনে পৌঁছান। তারা সচিবালয়ের মূল গেটের সামনে অবস্থান নেয়। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হলে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

 

 

আরও পড়ুন