নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, আজ আমাদের সবাইকে শপথ নিতে হবে নিজে দুর্নীতি করবো না, কাউকে উৎসাহিত করবো না, কাউকে পৃষ্ঠপোষকতা করবো না। টিআইবি’র রিপোর্ট অনুযায়ী দুর্নীতি সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান আমাদের জন্য লজ্জাজনক।
সেবা দাতাদের উদ্দেশে তিনি বলেন, সেবা পেতে কোনো সেবা গ্রহীতা বা ট্যাক্স পেয়ারকে যেন আর কোনো কষ্ট পেতে না হয়।গতকাল সোমবার দুদক আয়োজিত মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৭১তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। তিনি বলেন, আগামী একবছর পরে মানিকগঞ্জকে দেশের প্রথম ঘুসমুক্ত জেলা ঘোষণা করতে চাই। এ বিষয়ে মানিকগঞ্জের জনগণকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তার পরের বছর মানিকগঞ্জকে দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ; হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে আয়োজিত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ মানিকগঞ্জ জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। একই সাথে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অনেক অভিযোগের বিষয়ে গণশুনানিতে তাৎক্ষণিক সমাধানের সিদ্ধান্ত দেয়া হয়।
আজকে গণশুনানিতে মোট ৫৮টি অভিযোগের মধ্যে ৫১টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। সবগুলো অভিযোগের সমাধানের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।