নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সবাই সাথে থাকলে ইতিবাচক পরিবর্তন প্রক্রিয়া তরান্বিত হবে: রিজওয়ানা।

আমারদেশ ২৪
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
যেভাবে বাংলাদেশে এতোদিন চলেছে, সেভাবে আগামীতে আর চলবে না। সবাই সাথে থাকলে ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া তরান্বিত হবে। এমনটাই মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা, সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, যদি সেটা সম্মিলিতভাবে না হয়, তাহলেও ইতিবাচক পরিবর্তন হবে, তবে সেটার পথটা হবে সংঘামতয়।
এর আগে বৃহস্পতিবার  দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা রিজওয়ানা বলেন, আমি জানি যে সরকার আসে, পুলিশ সংস্কাকারের কথা বলে, পরির্বতনের কথা বলে। ১/১১ সরকারের সময়ে আমার কাজ করার সুযোগ হয়েছিল। আমরা দেশটাকে কখনও পারফেক্ট সিস্টেমে চালাইনি। এখনও দেশটা পারফেক্ট সিস্টেমে চলবে দেশের আইন কানুন বা প্রশাসনের ব্যবস্থা পরিবর্তিত হয়েছে এটা সেরকম না।
উপদেস্টা বলেন, ন্যায় বিচার একটি কঠিন বিষয়। সুরা বাকারাতে আল্লাহ তায়ালা সুস্পস্টভাবে বিচারকের দায়িত্ব কী সেটা বলেছেন। আপনি অ্যাডমিনিস্ট্রেটর হলেও আপনার হাতে ১ টি ক্ষমতা থাকে। কারণ আপনার রিপোর্টের ওপর ভিত্তি করেই মামলা পরিচালিত হয়।
বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, শেষ কথা হচ্ছে যেভাবে বাংলাদেশে এতোদিন চলেছে। আগামীতে আর সেভাবে চলবে না। ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া তরান্বিত হবে যদি আপনারা সকলে আমাদের সাথে থাকেন। আর যদি সেটা নয়। সম্মিলিত প্রয়াশটা করতে না পারি। তাহলেও ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু সেটার পথটা হবে অনেক বেশি সংঘাতময়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অ্যাটর্নি জেনারেল  আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম, আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটরিয়াল অ্যাডভাইজার এহসানুল হক সমাজী।

আরও পড়ুন