নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিচারপ্রার্থী মানুষের কল্যাণে, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ। অভিনেত্রী হুমায়রার মরদেহ গ্রহণ করতে চায় না পরিবার। হয়রানিমূলক মামলা-গ্রেপ্তার ঠেকাতে ফৌজদারি কার্যবিধি সংশোধনের অধ্যাদেশ জারি। অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শেখ হাসিনার কন্যাকে। মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা।। ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: বড়বোন নিহত, নিখোঁজ ছোটবোন। বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত। নিউইয়র্কে বাঙালিয়ানা—কনস্যুলেটের আয়োজনে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন। সংসদ নির্বাচনে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে : বিজিবি মহাপরিচালক। ইতিহাসের বিশেষ ১টি সময় অতিবাহিত করছি: জামায়াত সেক্রেটারি।

সমস্ত মুসলিম জাহানের অবিভাক মাওলা আলী।

সমস্ত মুসলিম জাহানের অবিভাক মাওলা আলী
কামাল পারভেজ: চট্রগ্রাম।

সোমবার ২৩ জুন ২০২৫
মাওলা আলী সম্পর্কে আগে জানতে হবে তবেই না আপনি মাওলার আলীর দর্শন পাবেন। মাওলা আলী হচ্ছে একজন অবিভাক সমস্ত মুসলিম জাহানের অবিভাক হিসেবে আমাদের নবীকরিম মোহাম্মদ মোস্তফা (সাঃ) বলেন আমাকে যেমন অবিভাক হিসেবে সম্মানের সর্বোচ্চ জায়গায় রেখেছো ঠিক তেমনি আমার মাওলা আলীকেও সেই জায়গায় রাখার নির্দেশ দেন বলে ঈদে গাদীর ও ঈদে মোবাহেলা শুভেচ্ছা মোবারক অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। আল হাদি আল নাজিব ফাউন্ডেশনের আয়োজনে এর আগে ( ২২ জুন) চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হল রুমে ঈদে গাদীর ও ঈদে মোবাহেলা শুভেচ্ছা মোবারক অনুষ্ঠানে গাদীর উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আমজাদ হোসাইন এর সভাপতিত্বে ও ডাঃ কামরুল হাসান ইমামী এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নূরে আলম, আল হাদি আল নাজিব ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ মেরাজুল ইসলাম, নাজিরিয়া নইমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ আল্লামা মুহাম্মদ মহিউল হক, মাওলানা আব্দুল মান্নান জাফরী ও আব্দুল কাদের জিলানী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারেন্টেন্ড মাওলানা মোঃ কামাল উদ্দিন তাহেরি। অনুষ্ঠানে ঈদে গাদীরে খুম ও হযরত মাওলা আলী সম্পর্কে আরও বিশদভাবে আলোচনা করেন অতিথিগন। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ইঞ্জিনিয়ার জোবায়েত হায়দার। অনুষ্ঠানে আরও সুরালো গলায় কাছিদা পরিবেশন করে মোঃ নুর আলম, সৈয়দ আলী আজগর ইমামী বাবর ও রাশেদ হুসাইন ইমামী। অনুষ্ঠানের সভাপতি মাওলানা মোঃ আমজাদ হোসাইন তার মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন