নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সহকর্মীকে ধর্ষ‌ণ চেষ্টার অ‌ভিযোগে আটক সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা

বৃহস্বাপতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫

 নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভীবাজার  মোহরা এলাকায় সহকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করা প্রধান শিক্ষককের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল বুধবার রাত ১০ টার দিকে বিষয়‌টি নি‌শ্চিত করেছেন সহকারী পু‌লিশ ক‌মিশনার (পাঁচলাইশ) আ‌রিফুর রহমান।

তি‌নি বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে মামলা‌টি দায়ের করেছেন। তার অবস্থা খারাপ। একাধিক মেয়ের সাথে খারাপ কাজ করার অ‌ভিযোগ পাওয়া যাচ্ছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। বেলা দুইটার দিকে ওই

প্রধান শিক্ষককে আটক করা হয়। এর আগে এলাকার জনগণরা অনেকে উত্তেজিত হয়ে তাকে মারধর করে। এতে তি‌নি আহত হয়েছেন। পরে পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়।গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম প্রকৌশলী দেদুল বড়ুয়া। তিনি মোহনার এক‌টি কিন্ডারগার্ডেন স্কুলের প্রধান শিক্ষক।

 

 

আরও পড়ুন