নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রামগতিতে জাতীয় পার্টির স্মরণসভা পন্ড। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর। তাহিরপুরে বালু বোঝাই স্টিলবডি নৌকাসহ দু’জন আটক। একটি বড় জনগোষ্ঠী মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক ঢুকে পড়ছে। উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের হাতে ১১টি মহিষ জব্দ । শহিদ আবু সাইদ হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান পরিবারের সদস্যরা। রোহিঙ্গা শিবিরগুলোতে হঠাৎ করে শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ লাখ শিশু। জুলাইয়ে তরুণরা যা করেছে, তা ইতিহাসে চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত।

সাইফের ফিফটিতে বরিশালকে উড়িয়ে দিল রংপুর।

 

বোলারদের সম্মিলিত প্রয়াসে ফরচুন বরিশালকে অল্প রানে আটকে দেয় রংপুর রাইডার্স। মামুলি লক্ষ্যে শুরুতে উইকেট পড়লেও সাইফ হাসান আর অ্যালেক্স হেলসের জুটিতে সহজেই ম্যাচ শেষ করে ফেলে তারা।
গতকাল বৃহস্পতিবার বিপিএলে কাগজে-কলমে আসরের সেরা দুই দলের লড়াইয়ে ৮ উইকেটে জিতেছে রংপুর রাইডার্স। আগে ব্যাটিং পেয়ে বরিশাল গুটিয়ে যায় মাত্র ১২৪ রানে র। ৪৬ বলে সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত থাকেন সাইফ, ৪১ বলে ৪৯ করেন হেলস।
সহজ রান তাড়ায় দ্বিতীয় ওভারেই আজিজুল হাকিম তামিমকে হারায় রংপুর। তাকে ফেরান অনূর্ধ্ব-১৯ দলে তারই সতীর্থ ইকবাল হোসেন ইমন। বিপিএলে অভিষেকে প্রথম ওভারেই উইকেট নেন তিনি। ইকবালকে পাঞ্চ করতে গিয়ে পয়েন্ট ধরা দেন আজিজুল। এক বল পর তৌফিক খান তুষারকে ফিরিয়ে রংপুরকে চাপে ফেলেছিলেন ইকবাল।
কিন্তু এরপরই হয়ে যায় জুটি। ইংলিশ হেলসের সঙ্গে মিলে সাইফ দ্রুত রান বাড়াতে থাকেন। এই দুজনের জুটি ভাঙার কোন পরিস্থিতিই তৈরি করতে পারেননি বরিশাল। ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করে রংপুর।এই ম্যাচে হারের সঙ্গে আরেক অস্বস্তি যোগ হয় বরিশালের। ইনিংসের দ্বিতীয় ওভারে আঙুলে চোট পেয়ে কিপার মুশফিকুর রহিমের বেরিয়ে যাওয়া দলটির জন্য সুখবর নয়।
টস হেরে ব্যাট করতে নেমে তারকায় ভরা বরিশাল চতুর্থ ওভারে হারায় নাজমুল হোসেন শান্তর উইকেট। জাতীয় দলের নিয়মিত অধিনায়ক দ্বিতীয় ম্যাচেও হন ব্যর্থ। ১০ বলে ৯ রান করে শেখ মেহেদী হাসানের বলে ক্যাচ উঠিয়ে বিদায় নেন তিনি। তাওহিদ হৃদয় ব্যর্থ, বাঁহাতি আকিফ জাভেদকে মারতে গিয়ে ৬ বলে ৪ করে থামেন তিনি।
অধিনায়ক তামিম খেলছিলেন ভালোই। কামরুল ইসলাম রাব্বিকে কাভারের উপর দিয়ে ছক্কা মারার পর শেখ মেহেদীকে মেরেছিলেন টানা তিন চার। তবে নাহিদ রানার গতি সামাল দিতে পারেননি তামিম। নাহিদের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্প হারান বাঁহাতি ব্যাটার।
অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৭ বলে ১৫ রান করে খুশদিল শাহর বলে হন এলবিডব্লিউ। কাইল মেয়ার্স, ফাহিম আশরাফদের রান না পাওয়ার দিনে ভরসা হতে পারতেন মাহমুদউল্লাহ। তামিমের মতন মাহমুদউল্লাহরও সামলাতে পারেননি নাহিদের গতি।৯৮ রানে ৮ উইকেট হারানো বরিশাল শেষ দিকে কিছু রান পায় মোহাম্মদ নবির কারণে। আফগান অভিজ্ঞ তারকা ১৯ বলে করেন ২১ রান।

আরও পড়ুন