নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে ৫ শিক্ষার্থী আহত।

 মঙ্গলবার , ৭ জানুয়ারি,২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকা পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি (জিপ) ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার  দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। আহতরা সবাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে সাজেক থেকে খাগড়াছড়ি উদ্দেশ্যে যাওয়ার পথে ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে ৩ কিলোমিটার দূরে শিজকছড়া নামক জায়গায় একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি ‘চাকা পাঞ্চার’ হয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ জন শিক্ষার্থী মাথা ফেটে আহত হন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল-এএসপি) মাহমুদুল হাসান বলেন, দুপুরে সাজেক থেকে খাগড়াছড়ি উদ্দেশ্যে ফেরার পথে সাজেক ভ্যালি থেকে ৩ কিলোমিটার দূরে তিন রাস্তা মোড় নামক এলাকায় একটি চাঁদের গাড়ি উল্টে গিয়ে ৫ জন শিক্ষার্থীর মাথা ফেটে আহত হয়েছে।

তারা সবাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে সবার নাম পরিচয় জানা যায়নি।

 

 

আরও পড়ুন