নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

সাতকানিয়ায় মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড, ডাম্পার জব্দ।

নিজস্ব প্রতিবেদক

বুধবার , ৫ মার্চ, ২০২৫

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়ার পাশাপাশি  ২ টি ডাম্পার পিকআপ জব্দ করা হয়েছে।আজ বুধবার উপজেলার সদর ইউনিয়নের বারদোনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র ইয়াছিন আরফাত (২১) এবং আমিরাবাদ ইউনিয়নের ফওজুল কবিরের পুত্র মোহাম্মদ ইলিয়াছ (৩৫) কে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি দুইটি ডাম্পার পিকআপ জব্দ করা হয়।অভিযানে সহায়তা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, মাটি খেকো সিন্ডিকেটের অপতৎপরতা রোধে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় বারদোনায় অভিযান পরিচালনা করে দু’জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি দুইটি ডাম্পার পিকআপ জব্দ করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

আরও পড়ুন