নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সাদপন্থি আলেম মুফতি মুয়াজ বিন নূর জামিনে মুক্ত।

নিউজ ডেস্কঃ
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
সাদপন্থি আলেম মুফতি মুয়াজ বিন নূর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন৷ এর আগে গত ১৮ ডিসেম্বর-২৪ গাজীপু‌রের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।আজ বৃহস্পতিবার মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয় মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন মজলুম আলেম মুফতি মুয়াজ বিন নূর। গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।  ১৮ ডিসেম্বর -২৪ টঙ্গী ময়দানে সহিংসতার মিথ্যা মামলা থেকে তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া এখনো দুইজন ভেতরে রয়েছেন, তারা খুব দ্রুত বের হবেন ইনশাআল্লাহ।’
সায়েম বলেন, ‘গত ৭ বছর ধরে জুবায়েরপন্থিরা সুবিধা ভোগ করেছেন৷ তারা প্রতিবারই প্রথম ধাপে ইজতেমা করেছেন৷ কাকরাইলে আমাদের অবস্থান নিয়েও তারা আধিপত্য বিস্তার করেছেন৷ অথচ এখন এই বৈষম্যবিরোধী বাংলাদেশে এসেও তারা নতুন নকশা আঁকছে। আমরা আল্লাহর ওপর সব বিচার দিয়েছি।’
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর তাবলিগের জুবায়ের ও সাদপন্থিদের মধ্যে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত হন। আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন