বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
অথচ স্থানীয় সরকার আইন অনুযায়ী, নগরবাসীর স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য ফুটপাত সংরক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের। তারাই ফুটপাত বিক্রি করে দিয়ে নাগরিক অধিকার ক্ষুণ্ন করেছেন বলে দাবি পরিকল্পনাবিদদের। তবে চসিক কর্মকর্তাদের দাবি, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর নির্দেশে ফুটপাতে দোকান নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছেন তারা। গত ৫ আগস্ট সরকার পতনের আগেও নগরের শেরশাহ রোডে ১৯টি দোকান বরাদ্দের প্রক্রিয়া সেরে গেছেন তিনি। চূড়ান্ত বরাদ্দের আগে সেখানে রাতারাতি নির্মাণ করা হয়েছে ২০টি দোকান।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরবাসীর স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিতে ২০২০ সালের ১৮ অক্টোবর চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনি রোড, টেক্সটাইল গেট, তারা গেট এলাকার ফুটপাতে গড়ে ওঠা দুই শতাধিক দোকান উচ্ছেদ করে চসিক। ২০২১ সালের শুরুতে মেয়রের দায়িত্ব নেন রেজাউল করিম চৌধুরী। ফুটপাত অবৈধ দখলদারদের উচ্ছেদে ক্ষতিগ্রস্ত দেখিয়ে তাদের দোকান বরাদ্দের সিদ্ধান্ত নেন তিনি। ফুটপাতে ফের দোকান বরাদ্দ দেওয়া হয়। তাদের কাছ থেকে প্রতি বর্গফুট ফুটপাতের জন্য তিন থেকে চার হাজার টাকা নেওয়া হয়। প্রতি বর্গফুট ফুটপাত মাসিক ভাড়া নির্ধারণ করা হয় ১০ টাকা। প্রতিটি দোকান থেকে দেড় থেকে সাড়ে তিন লাখ টাকা পেয়েছে চসিক।