নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সামিটের প্রেজেন্টেশনের পেছনের গল্প জানালেন আশিক।

আমারদেশ২৪ ডেস্ক:
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এ সম্মেলনের আয়োজন করেছিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ৪ দিনের আদ্যোপান্ত তুলে ধরেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দীর্ঘ এক পোস্ট দেন তিনি।৪ দিনব্যাপী ইনভেস্টমেন্ট সামিট শেষ হলো। দশে দশ পাবার মতো হয়নি সব ক্ষেত্রে।
কারো যদি ডিজাপয়েন্টমেন্ট থাকে তার জন্য আমরা খুবই দুঃখিত। আমরা তিন মাস ধরে সর্বাত্মক চেষ্টা করেছি গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা সামিট করার জন্য। এ সামিটের অর্গানাইজার অবশ্য সরকার একা ছিল না। মিডিয়া কমিউনিটি, প্রাইভেট সেক্টর, এমবাসি, ফরেন পার্টনার, পলিটিক্যাল পার্টিরা, সরকারের অন্যান্য সংস্থা সবাই অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছে। সবাইকে অনেক ধন্যবাদ।
যতটুকু ভালো, পুরাটাই সবার ক্রেডিট। ফেইলিউরগুলা আমাদের। সামনে আমরা আরো ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
যে রকম সাড়া পেয়েছি তাতে আমরা খুবই আশাবাদী। প্রতিবছর আমাদের এ রকম কিছু একটা অর্গানাইজ করা উচিত। প্রাসঙ্গিক একটা কথা বলে রাখি এখানে। অনেকেই সামিটের পলিটিক্যাল অনুমোদন এবং ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন করেছেন। দেখুন, বিনিয়োগ এবং কর্মসংস্থান আগামীবার যারা সংসদে আসবেন তাদের সবার কমন এজেন্ডা। আমি আগেও বলেছি, বড় সব দলের সর্বোচ্চ পর্যায়ে বিনিয়োগবান্ধব পরিবেশ কিভাবে তৈরি করা যায়, সামিট ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। তাদের স্পষ্ট সমর্থন ও সামিটে অংশগ্রহণের জন্য স্পেশাল ধন্যবাদ।

আরও পড়ুন