নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সিএমপির দুই থানায় নতুন ওসির রদবদল।

 নিউজ ডেক্স। বুধবার, ৮ জানুয়ারি ২৫

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট ও আকবরশাহ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

আদেশে বলা হয়, সিটিএসবির পরিদর্শক মো. আবদুর রহিমকে সদরঘাট থানায়, একই থানার (ওসি) রমিজ আহমেদকে সদরদপ্তর পরিদর্শক (ক্রাইম) বিভাগে বদলি করা হয়েছে। আকবর শাহ থানার (ওসি) হিসেবে ডিবি উত্তর বিভাগের পরিদর্শক মো. কামরুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে। একই থানার (ওসি) রোজিনাকে পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) হিসেবে পদায়ন করা হয়েছে।

দুই থানার রদবদলের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক মো. ইমরান হোসেন।

 

 

আরও পড়ুন