সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
টানা দুই জয়ে ঘুরে দাঁড়ানোর আভাস ছিল সিলেট স্ট্রাইকার্সের। তবে সিলেট পর্বের শেষটা হলো হার দিয়ে। আর তাদের হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিলো চট্টগ্রাম কিংস। দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসের কাছে ৩০ রানে হেরে গেছে সিলেট।
আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে চিটাগাংকে ব্যাটিংয়ে পাঠায় স্ট্রাইকার্স। উসমান খান-গ্রাহাম ক্লার্কের জোড়া ফিফটিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৩ রানের বড় পুঁজি গড়েছিল চিটাগং কিংস। জবাবে জর্জ মুনশি ও জাকের আলির ঝোড়ো ইনিংসের পরও সিলেট থেমেছে ৮ উইকেটে ১৭৩ রানে। এ নিয়ে চলমান আসরে জয়ের হ্যাটট্রিক হলো চিটাগাং কিংসের।
২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই সিলেট তাদের ওপেনার পল স্টারলিংকে হারায়। এরপর অপর ওপেনার রনি তালুকদারও দ্রুত সাজঘরে ফেরেন। ২৬ রানে দুই উইকেট হারানোর পর জর্জ মানসে (৫২), জাকির হাসান (২৫) ও জাকের আলী অনিক (৪৭*) চেষ্টা করলেও জিততে পারেনি সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানে থামে তাদের ইনিংস।
চিটাগংয়ের বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম ২৫ রানে নেন সর্বোচ্চ তিনটি উইকেট। আলিস আল ইসলাম নিয়েছেন দুটি। একটি করে উইকেট নেন নাবিল সামাদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।