আমারদেশ২৪
সিলেট নগরীতে দিন-দুপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে আটক করেছে জনতা।আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ছিনতাইকারীদের। এ সময় জনতার হাত থেকে আরও ২ ছিনতাইকারী পালিয়ে যায়।
সিলেট নগরীর আখালিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে আম্বরখানা যাচ্ছিলেন এক ব্যবসায়ী। আম্বরখানার কাছাকাছি স্থানে ওই ব্যবসায়ীকে ছিনতাইয়ের চেষ্টা করে যাত্রীবেশি ৪ ছিনতাইকারী। বিষয়টি বুঝতে পেরে ব্যবসায়ী চিৎকার শুরু করেন। চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এসে দুজন ছিনতাইকারীকে আটক করেন। তবে অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ২ ছিনতাইকারীকে তাদের কাছে সোপর্দ করেন জনতা।দুই ছিনতাইকারী আটকের বিষয় নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।