নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

সীতাকুণ্ডে ভাটিয়ারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

নিউজ ডেস্কঃ

শুক্রবার ১৪ মার্চ, ২০২৫

চট্রগ্রাম সীতাকুণ্ডে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার ভাটিয়ারী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উক্ত অভিযানে ধার্য্য মুল্যের অধিক মুল্য খাদ্য সামগ্রী বিক্রি করায়, মুল্য তালিকা প্রদর্শন না করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় যথাক্রমে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভাটিয়ারী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে ধার্য্য মুল্যের অধিক মুল্য খাদ্য সামগ্রী বিক্রি, মুল্য তালিকা প্রদর্শন না করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় যথাক্রমে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

আরও পড়ুন