নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাজধানীর সীমান্ত স্কয়ারে দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেপ্তার। 

রবিবার ১২ জানুয়ারি ২০২৫

রাজধানীর সীমান্ত স্কয়ার শপিং মলের সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার  রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার  মুহাম্মদ তালেবুর রহমান।

বাংলাদেশের খবরকে তিনি জানান, এ বিষয়ে আজ রোববার সকালে প্রেস ব্রিফিং ডাকা হয়েছে। ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৩ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের সময় চুরির ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সাত মিনিট ২৫ সেকেন্ডের ব্যবধানে ওই ঘটনা ঘটায় চোরচক্রের সদস্যরা। এ সময় চুরি হওয়া সোনার পরিমাণ প্রায় ১৫৯ ভরি।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানায়, দুপুর ১টা ১ মিনিটের দিকে নয়জন দোকানের সামনে যায়। এর সাত মিনিট পর ব্যাগে ভরে সোনা নিয়ে বেরিয়ে যায় তারা। তাদের দুজন বাদে সবার মুখেই ছিল মাস্ক।

খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্ত স্কয়ারে সোনা ও ডায়মন্ডের তিনটি দোকান রয়েছে। এর মধ্যে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানটি নিচতলায়। এর আশপাশে কাপড় ও প্রসাধনীর দোকান। শুক্রবার জুমার নামাজের সময় ক্রেতা কম ছিল। ক্রেতার বেশে চোরচক্রের সদস্যরা বিপণিবিতানে ঢোকে।

দোকানের মালিক কাজী আকাশ বলেন, দোকানের শাটারে একটি তালা লাগিয়ে নামাজ পড়তে গিয়েছিলেন বিক্রয়কর্মীরা। তখন শাটারের ওই তালা কেটে ভেতরে ঢুকে দোকানে সাজানো সব সোনা চুরি করে চোর চক্রের সদস্যরা।

 

আরও পড়ুন