নিউজ ডেক্স।
বুধবার ২২ জানুয়ারি ২০২৫
তার সঙ্গে মেহেদি হাসান মিরাজ (৩৩) ও আফিফ হোসেন (২৭) কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। ২০ ওভার শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৬০/৬, মাত্র ৭ রানের ব্যবধানে হারতে হয় তাদের। বরিশালের পক্ষে জাহান্দাদ খান ২ উইকেট নিয়ে দলকে জয়ের পথে রাখেন, সঙ্গ দেন মোহাম্মদ নবি ও রিশাদ হোসেন।
এই জয়ে বরিশাল প্লে-অফের পথে আরও একধাপ এগিয়ে গেল। মাত্র একম্যাচ জিতলেই হয়ে যাবে প্লে-অফ। তবে ব্যাটিং লাইনআপের দুর্বলতা নিয়ে ভাবার প্রয়োজন আছে তামিম ইকবালের দলের।
অন্যদিকে খুলনার জন্য ম্যাচটি ছিল হতাশার, নাঈমের ব্যাটিং উজ্জ্বল হলেও দলের মিডল অর্ডারের ব্যর্থতা তাদের পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়ায়।