আমার দেশ ডেস্কঃ
রবিবার, ২ মার্চ, ২০২৫
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে পুলিশের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আরও ১০ আসামিকে গ্রেফতার করেছে পতেঙ্গা মডেল থানার পুলিশ।
সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার বদরুল আলম মোল্লার সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) সোহেল পারভেজ ও সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) জামাল উদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. সাইদুল ইসলাম, এসআই সেকান্তর মিয়া, এসআই বেলায়েত হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গনপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই ও পুলিশের ওপর হামলার একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পতেঙ্গা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পতেঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম।