নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

সৌদি রিয়াল দেওয়ার নামে ৫ লাখ টাকা নিয়ে উধাও, লোহাগাড়ায় গ্রেফতার ৪।

প্রতারণার অভিনব কৌশলে দেশে বেড়ে চলেছে নানা ধরনের প্রতারণা ও ছিনতাই। প্রতারণার নিত্যনতুন পন্থা অবলম্বন করে ভুক্তভোগীর কাছ থেকে সর্বস্ব লুটে নিচ্ছে একটি ভয়ংকর অপরাধী চক্র।

বর্তমানে শয়তানের নিঃশ্বাস নামে রাসায়নিকভাবে স্কোপোলামিন নামে পরিচিত একটি হেলুসিনেটিক ড্রাগ স্কোপোলামিন একটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে উৎপাদিত ট্রোপেন অ্যালকালয়েড এবং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের মাধ্যমে মানুষের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার একটি পন্থা দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

এ পন্থায় একজন প্রতারক কিংবা ছিনতাইকারী ভুক্তভোগীকে চাইলেই কাবু করে নিজের ইশারায় নাচাতে পারেন। প্রতারক যে নির্দেশনাই দেবেন, তা-ই অক্ষরে অক্ষরে পালন করবেন সেই নিরীহ ভুক্তভোগী। বিষয়টি জাদুটোনার মতোই কাজ করে।

তেমনি একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়ায়, সৌদি রিয়াল বিক্রির কথা বলে পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর সংঘবদ্ধ চক্রের চার প্রতারককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সদরদী এলাকার মো. সরোয়ার ফকির (৫৪), সোহেল বেগ (৩০), কামাল শেখ (৩৪) ও শওকত খান (৬০)।

গতকাল বুধবার বিকেল আনুমানিক ৪ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি গোলাম আলী সিকদার পাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার তৌহিদুর রহমান বলেন, গ্রেফতারকৃত সরওয়ার ফকির আমার বাবার সঙ্গে দেখা করেন কিছু জায়গা ক্রয়ের কথা বলে।

কথায় কথায় আমার বাবা আসামিকে জানান কিছুদিনের মধ্যে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। পাঁচ লাখ টাকার সৌদি রিয়াল আছে, যা সে বিক্রি করবে, তখন আমার বাবা আমার সঙ্গে আসামিকে কথা বলতে বলেন। কারণ তিনি সৌদি রিয়াল চেনেন না।

আমার সঙ্গে মোবাইলে কথা বলে টাকা নিয়ে লোহাগাড়ার বটতলী স্টেশনের মা ও শিশু হাসপাতালের সামনে আসতে বলেন। আমি একটি লাল শপিং ব্যাগে পাঁচ লাখ টাকা নিয়ে গত ৩০শে ডিসেম্বর বিকেল ৪টার দিকে মা ও শিশু হাসপাতালের সামনে দাঁড়ালে মো. সরওয়ার ফকির ও সোহেল বেগ আমার সঙ্গে দেখা করে।

আমার সাথে কৌশল বিনিময় করলে তাদের দেওয়া কোনো হেলুসিনেটিক ড্রাগের প্রভাবে আমি তাদের কথামতো চলতে থাকি। তারা আমার হাত থেকে টাকার ব্যাগটা নিয়ে আমাকে জানায়, আপনি একটু অপেক্ষা করুন আমরা সৌদি রিয়াল নিয়ে আসি। এরপর তারা লাপাত্তা হয়ে যায়। তাদের ব্যবহৃত মোবাইল নাম্বারে বারবার কল করার চেষ্টা করলে মোবাইল নাম্বারটি বন্ধ পাই। তখন বুঝতে পারি প্রতারক চক্রটি টাকা নিয়ে পালিয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দৈনিক আজাদীক বলেন, ঘটনার পরপরই ভুক্তভোগী তৌহিদুর রহমান থানায় লিখিত অভিযোগ করেন। তারপর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সাহায্যে প্রতারকদের অবস্থান শনাক্ত করা হয়।

ভিডিও দেখে এলাকাবাসী জানান, প্রতারক চক্রের সদস্যরা লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের পুরান বিওসি এলাকায় একটি ভাড়া বাসায় থাকে। স্থানীয়দের সহায়তায় প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের কাছ থেকে ৪ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তৌহিদুর বাদী হয়ে গ্রেপ্তার ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি প্রতারণার মামলা করেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে

 

 

আরও পড়ুন