নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

স্বস্তির ঈদযাত্রার পর কর্মস্হান রাজধানীতে ফিরছে মানুষ।

আমারদেশ২৪ ডেস্ক:
শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকায় আসা যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। প্রায় সপ্তাহের বেশি দীর্ঘ ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নারীর টানে গ্রামে যাওয়া ঢাকাবাসী। আগামী শনিবার বন্ধের দিন থাকার পরেও একদিন আগেই অনেকে কর্মক্ষেত্রের জন্য বাড়ি ছেড়েছেন।

আজ শুক্রবার কমলাপুর রেলস্টেশনে ঢাকায় আসা যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। তবে, এখনো ঢাকা ছাড়ছেন অনেকেই। যদিও সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে একের পর এক ট্রেন ভিড়ছে যাত্রীদের নিয়ে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ৮টি ট্রেন কমলাপুরে এসেছে এবং ছেড়ে গেছে ১০টি ট্রেন। প্রায় সব ট্রেনেই যাত্রীদের ভিড় ছিল। এর মধ্যে ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলোতে যাত্রীদের অনেক ভিড় ছিল। একই সঙ্গে বেশির ভাগ প্ল্যাটফর্মে বিভিন্ন ট্রেনে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদের অপেক্ষা করতেও দেখা গেছে। ঢাকায় ফিরে আসা যাত্রীদের চোখে-মুখে এখনো ঈদের আনন্দ লেগে আছে।

হবিগঞ্জ থেকে ঢাকায় আসা রিফাত সিদ্দিকী সময়ের আলোকে বলেন, ‘আমি হয়ত একদিন পরেই আসতাম, কিন্তু টিকেট পেয়েছি শুক্রবারের। তাই আজকেই আসতে হলো। রোববার থেকে অফিস।’এবারের ঈদযাত্রার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘এবারের মতো স্বস্তির ঈদযাত্রার অভিজ্ঞতা আমার ছিল না। আমি চাই প্রতিবার এরকমই হোক ঈদে যাওয়া- আসা। ভাড়তি ভাড়াও গুনতে হয়নি এবার।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসনাইন আহমেদ বলেন, ‘সোমবার থেকে আমার অনার্স ফাইনাল এক্সাম শুরু। ইচ্ছে না থাকলেও আসতেই হবে। এবার নিরাপত্তা ঝুঁকি থাকলেও শেষমেষ কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই নেত্রকোণা থেকে ঢাকা যাওয়া-আসা করতে পেরেছি।’কমলাপুর রেলস্টেশনে চেকিং এখন বেশ কিছুটা শিথিল করতে দেখা গেছে।

রংপুর ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সময়মতো কমলাপুর থেকে ছেড়ে না যাওয়ায় যাত্রীদের স্টেশনে অপেক্ষা বাড়ছে। এতে এসব টেনের যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছে। বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাটের উদ্দেশে সকাল সাড়ে ৮টায় এবং রংপুর এক্সপ্রেস রংপুরের উদ্দেশে সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল।

আরও পড়ুন