নিজস্ব প্রতিবেদকঃ
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫,
নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদল নেতা. বোরহানকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১। মো. বোরহানের বাড়ি উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামে। তিনি চাটখিল উপজেলা যুবদল ও খিলপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
এর আগে বুধবার বিকেলে চাটখিল পৌরসভা এলাকা থেকে বোরহানকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, ভিকটিম মো. মামুনুর রশিদ খানকে আসামিরা তাদের সঙ্গে অপরাধমূলক কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় বোরহানসহ অন্য আসামিরা রশিদ খানকে হত্যার পরিকল্পনা করে।
২০১৫ সালের ১৮ মে মাহবুব নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রশিদ খান নোয়াখালীর চাটখিলের দেলিয়াই বাজার থেকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব আমানি গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
পথে পূর্ব আমানি গ্রামের সাবেক মেম্বার সাহাব উদ্দিনের পুরান দোকানের সামনে এলে আসামিরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রশিদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও জানান, মামলার বিচারকার্য শেষে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামি বোরহানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন বোরহান। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করে চাটখিল থানায় হস্তান্তর করে র্যাব।