নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

হযরত শাহ মুছা (রহ:) এর ১৩১ তম বার্ষিক ওরশ শরীফ।

আমারদেশ ২৪

শুক্রবার ০৭ মার্চ ২০২৫

চট্রগ্রামের পটিয়া ইউনিয়ের হরিণখাইন হযরত শাহ মুছা (রহ:) এর ১৩১ তম বার্ষিক ওরশ শরীফ।

হযরত শাহ মুছা (রহ:) বার্ষিক ওরশ শরীফ বৃহস্পতিবার ০৬ মার্চ  আগত মেহমান শীর্ষ্য ভক্ত অনুরাগীরা প্রতি বছররে শাহ মুছা (রহ: বার্ষিক ওরশ জমকালভাবে অনুষ্টিত হয়৷ অনেকে দুরদুরান্ত  এসেছেন আতিথীয়তা  দর্শণ পেয়েছেন অতিথীরা মুসলমানদের রামাদান মাস আত্নত্যাগের মধ্যে দিয়ে শুরু হয়েছে রমজানুল মোবারক   খতম ও কোরআনের শেষে  শুরু করেছেন ইফতারের আয়োজন এলাকার মানুষের হৈ চৈয় মানুষের ঢল নেমেছে সকল ধর্ম বর্ণনীর্বি শেষে তবরুক বিতরণ করেছেন। ওরশ পরিচালনা কমিটিতে উপস্থিত ছিলেন পটিয়া দক্ষিন জেলার এল ডি পির গণমানুষের ভালবাসার অগ্রযাএার অহংকার,এলডিপির কর্ণধার দক্ষিন জেলার রুপকার  সম্মানিত সভাপতি এম এয়াকুব আলী, বিশেষ অতিথি ছিলেন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর,,চট্রগ্রাম মহানগর ছাএদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, পটিয়া শান্তির হাট কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আকবর, সাবেক মেম্বার মোহাম্মদ আলী,,মোহাম্মদ আইয়ুব আলী,ওরশ পরিচালনা করেছেন হযরত শাহ মুছা (রহ:) ওরশ শরীফের শাহজাদা মোহাম্মদ বেলাল উদ্দীন,শাহজাদা মোহাম্মদ হেলাল উদ্দীন,বিএন পি নেতা হাশমত আলী,বিএনপি সোহেল পটিয়া ,দক্ষিন জেলা এলডিপি) নেতা মনছুর,কুদ্দুস,আমির,আইয়ুব,রশীদ,ব্যবসায়ী নাজিম উদ্দীন রিকু,ব্যবসায়ী আব্দুল আলিম,নুর মোহাম্মদ মিয়া,হুমায়ুন কবিরসহ ও আরো অনেকে উপস্হিত ছিলেন।পরে মোনাজাত পরিচালনা করেন এম এয়াকুব আলী শাহী জামে মসজিদের খতিব জনাব নুরুল আলম।

 

আরও পড়ুন