নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রামগতিতে জাতীয় পার্টির স্মরণসভা পন্ড। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর। তাহিরপুরে বালু বোঝাই স্টিলবডি নৌকাসহ দু’জন আটক। একটি বড় জনগোষ্ঠী মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক ঢুকে পড়ছে। উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের হাতে ১১টি মহিষ জব্দ । শহিদ আবু সাইদ হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান পরিবারের সদস্যরা। রোহিঙ্গা শিবিরগুলোতে হঠাৎ করে শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ লাখ শিশু। জুলাইয়ে তরুণরা যা করেছে, তা ইতিহাসে চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত।

হযরত শাহ মুছা (রহ:) এর ১৩১ তম বার্ষিক ওরশ শরীফ।

হযরত শাহ মুছা (রহ:) এর ১৩১ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

কুরআন খতমের মাধ্যমে শুরু হয়ে এলাকায় তবরুক বিতরণ ও বিশাল ইফতার আয়োজন করা হয়,এতে উপস্থিত ছিলেন এল ডি পি দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি জনাব এম এয়াকুব আলী,পটিয়া থানার পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর,মহানগর ছাএদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, বাংলা টিভির বুরো চিফ লোকমান হাকিম,কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শওকত আকবর,জনাব মোহাম্মদ আলী মেম্বার,মোহাম্মদ আইয়ুব আলী,ওরশ পরিচালনার শাহজাদা জনাব মোহাম্মদ বেলাল উদ্দীন,শাহজাদা মোহাম্মদ হেলাল উদ্দীন,বিএন পি নেতা হাশমত আলী,বিএন পি সোহেল,সাংবাদিক জনাব কাজী জাহাঙ্গীর আলম,সাংবাদিক কাউচার,এল ডি পি নেতা মনছুর,কুদ্দুস,আমির,আইয়ুব,রশীদ,ব্যবসায়ী নাজিম উদ্দীন রিকু,ব্যবসায়ী আব্দুল আলিম,নুর মোহাম্মদ মিয়া,হুমায়ুন কবির ও আরো প্রমুখ।পরে মোনাজাত পরিচালনা করেন এম এয়াকুব আলী শাহী জামে মসজিদের খতিব জনাব নরুল আলম

 

আরও পড়ুন