নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

পবিত্র রমজান মাসের শেষ দশকের একটি বেজোড় রাত।

আমারদেশ২৪
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ইসলামে শ্রেষ্ঠতম রাত শবে কদর, যা পবিত্র রমজান মাসের শেষ দশকের একটি বেজোড় রাত।এ রাতের মর্যাদা ও মহত্ত্ব সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে একটি সুরা নাজিল করেছেন। সুরাটির নামই হলো ‘আল-কদর’। সে সুরায় মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। আর মহিমান্বিত রাত সম্মন্ধে তুমি কি জান? মহিমান্বিত রাত সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতারা রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিই শান্তি সেই রাত ঊষার আবির্ভাব পর্যন্ত।’ এই সুরায় বলা হয়েছে কুরআন মাজিদের মতো মহান মর্যাদাশীল কিতাব নাজিল কদরের রাতে; যে কিতাব দিকভ্রান্ত মানুষের জন্য সঠিক পথের দিশা।

শবে কদরের ফজিলত : রাসুল (সা.) বলেন, রমজান মাস তোমাদের মাঝে উপস্থিত। এ মাসে এমন এক রাত রয়েছে যা হাজার মাস থেকে উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সবকিছু থেকে বঞ্চিত হলো। শুধু হতভাগ্যরাই এ সম্মানিত রাত থেকে বঞ্চিত হয়। এ রাতের ফজিলত বর্ণনায় বোখারি শরিফের এক হাদিসে রাসুল (সা.) আরও বলেন, যে ঈমানের সঙ্গে পরিপূর্ণভাবে লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, আল্লাহ তার জীবনের পেছনের সব গুনাহগুলো মাফ করে দেবেন।

আরও পড়ুন