নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

হাটহাজারীতে চার মাদকসেবিকে কারাদণ্ড।

নিউজ ডেস্কঃ

 মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার মাদকসেবিকে জেল জরিমানা করা হয়েছে।আজ মঙ্গলবার হাটহাজারী পৌরসভার আব্বাসিয়ার পুল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিক্তিতে হাটহাজারী পৌরসভার আব্বাসিয়ারপুল নামক স্থানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাটহাজারীর (সার্কেল) পরিদর্শক এস এম আলম খাঁনের সহযোগিতায় উল্লেখিত চারজনকে মাদকাসক্ত অবস্থায় হাতেনাতে ধরা হয়।

এ সময় তাদের দেহ তল্লাশি করে ২৫ গ্রাম মাদকদ্রব্য (গাজা) উদ্ধার করা হয়। পরে তাদের চারজনকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সাজাপ্রাপ্তরা হলেন, পৌরসভার কড়িয়ার দিঘীর পাড় এলাকার উকিল বাড়ির মো. নুরুল ইসলামের পুত্র মো: রুবেল (২৫),পৌরসভার চন্দ্রপুর গ্রামের রবি বনিকের পুত্র রাখাল বনিক (৩১), পৌরসভার আদর্শ গ্রামের মো. শামসুল আলমের পুত্র আব্দুল আজিজ (৩৪) এবং সিলেট জেলার জাফলংয়ের রোহিঙ্গাহাট এলাকার মৃত আবদুল লতিফের পুত্র মো. জহিরুল ইসলাম (৩৭)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন