নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

হাটহাজারীর ফরহাদাবাদে আগুনে পুড়ে ৪ পরিবারে আসবাব পএ।

হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ চার পরিবারের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার  গভীর রাত একটার দিকে উপজেলার ফরহাদাবাদইউনিয়ন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উল্লেখিত ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ রহমত উল্লাহ মেম্বার বাড়িতে রান্না ঘরের চুলা থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে আগুনের লেলিহান শিখা দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে।

এ আগুনে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল কাশেম ও পিয়ারুল ইসলাম নামের চার ভাইয়ের ৪ কক্ষ বিশিষ্ট চারটি কাঁচা রান্না ঘর ও ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং বসতঘরের টিভি, ফ্রিজ, খাট ও অন্যান্য আসবাবপত্র ইত্যাদি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৫/৬ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করেছেন স্থানীয়রা।

আগুন লাগার খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো.মাহফুজ রিভেনের নেতৃত্বে দুটি ইউনিটের ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিযন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন বলেও জানান ক্ষতিগ্রস্তরা।

সংশ্লিষ্ট ইউপি সদস্য সেলিম জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বেলা ১১ টার দিকে জানান, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত অগ্নিদূর্গতদের সহযোগিতা করার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার .আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি।

আরও পড়ুন