আমারদেশ ২৪ ডেক্স।
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
দেশের একমাত্র প্রকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে সাড়র আটহাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জালের বাজার মুল্য প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা।
গতকাল রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর রাউজানের সত্তারঘাট থেকে কর্ণফুলী নদীর সংযোগ মোহরা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য দপ্তর।
রাউজান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরণের যৌথ অভিযান চলমান থাকবে আমাদের। জব্দ করা জালগুলো জনসমক্ষে পুড়ে ফেলা হয়েছে। অভিযানে বিশেষ ভাবে সহযোগিতা করেন নৌ পুলিশ দল।