আগামী ১৫ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি–সিপিবি।শুক্রবার বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবি আয়োজিত সমাবেশে দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনজীবনের সংকট নিরসন, জান–মালের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করুন।
জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। সিপিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়ে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সংস্কারের বিষয়টি প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন সিপিবি সভাপতি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এই আন্দোলনকে অভূতপূর্ব অভ্যুত্থান হিসেবে তুলে ধরে সমাবেশে সিপিবি নেতারা বলেছেন, এর চেতনায় দেশ ও মানুষের মুক্তি অর্জন করতে হলে ব্যবস্থা বদল করতে হবে। এজন্য সামাজিক বিপ্লব সংগঠিত করতে হবে।
সামপ্রতিক সময়ে সংস্কার ও নির্বাচন কোনটা আগে হবে, তাই নিয়ে বিতর্ক চলছে। রাজনৈতিক দলগুলোকে দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টিকে এগিয়ে রাখছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার সংস্কারকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনের প্রস্তুতির কথাও বলছে। খবর বিডিনিউজের।
সিপিবি সভাপতি বলেন, আইনশৃক্সখলার অবনতি, মব জাস্টিস, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, প্রশাসনে অস্থিরতা সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। সবকিছু মিলিয়ে দেশের পরিস্থিতি খুবই নাজুক। তিনি বলেন, দেশে আজ সামপ্রদায়িক শক্তি, স্বাধীনতাবিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। দেশ ও জাতির জন্য এটি শুভ লক্ষণ নয়। এই গোষ্ঠী ৭২ এর সংবিধানকে কবর দেওয়ার কথা বলছে।
তারা মুক্তিযুদ্ধ নিয়ে খেলা করতে চাচ্ছে। তাদের এই খেলা দেশের জনগণ মেনে নেবে না। বিরাজমান এসব সংকট থেকে দেশকে মুক্ত করতে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সিপিবি সভাপতি।